Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২৪

জেলা / সার্কেল অফিসের কর্মসম্পাদনের সার্বিক চিত্র
(Overview of the Performance of the District/Circle Office)

সাম্প্রতিক অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ:

পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে নিয়োজিত সরকারের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর মূল লক্ষ্য হচ্ছে মানব সংগঠনভিত্তিক উন্নত পল্লী গঠন। পল্লীর জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে বিআরডিবি পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনমূলক মূল কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। বিআরডিবি’র চলমান কর্মপ্রয়াসের অংশ হিসেবে গত তিন বছরে ১৭ টি মানব সংগঠন সৃষ্টির মাধ্যমে পল্লীর জনগণকে উন্নয়নের জন্য সংগঠিত করা হয়েছে। তার মধ্যে ০.১৪৪১ লক্ষ জন সুফলভোগীকে ঋণ প্রদান করা হয়, ০.৮৩২৫ কোটি টাকা উপকারভোগীদের নিজস্ব মূলধন গঠন করা এবং ০.০২০৮ লক্ষ সুফলভোগীকে বিভিন্ন উৎপাদনমূখী ও আয়বর্ধনমূলক কার্যক্রমের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া মূলধন সহায়তা হিসেবে ৩৭.০৫ কোটি টাকা ঋণ বিতরণ করা এবং আদায়যোগ্য ঋণ হতে ৩৭.৯৮ কোটি টাকা ঋণ আদায় করা হয়েছে। চলমান প্রকল্পের আওতায় ৬৭ টি ক্ষুদ্র অবকাঠামো নির্মাণ করা হয়েছে। বর্তমানে এসকল কার্যক্রম বাস্তবায়নে মূলকর্মসূচির পাশাপাশি মোট ০৪টি বার্ষিক কর্মসূচিভুক্ত প্রকল্প চলমান রয়েছে।

সমস্যা এবং চ্যালেঞ্জসমূহ:

অপর্যাপ্ত ঋণ তহবিল, সেবা মূল্যের উচ্চ হার, ব্যবস্থাপনার যথাযথ অনুশীলন নিশ্চিতনা করা, অপ্রতুল প্রশিক্ষণ তহবিল, সম্প্রসারণমূলক সকল কার্যক্রমের বাস্তবায়ন না করা, অতিমাত্রায় ক্ষুদ্র ঋণ নির্ভরতা, চলমান কার্যক্রম আইসিটি’র মাধ্যমে পরিচালিত না হওয়া, সমিতির সদস্য পর্যায়ে তথ্য ভান্ডার না থাকা, মাঠ পর্যায়ে নিয়মিত (বেতনভুক্ত) জনবল না থাকা, সেবামূলক সংস্থা হয়েও আয় থেকে ব্যয়ের ভিত্তিতে বেতন পরিশোধ, আধুনিক ও প্রযুক্তি নির্ভর মনিটরিং ব্যবস্থা না থাকা, পারফরমেন্স অডিটের অভাব এবং তৃণমূল পর্যায়ে সামগ্রিক কার্যক্রম সমন্বিতভাবে বাস্তবায়িত না হওয়া পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে অন্যতম প্রধান চ্যালেন্জ।

ভবিষ্যৎ পরিকল্পনা:

আগামী ৩ অর্থবছরে ১৯ টি সমিতি/দল গঠন, ১.২০ কোটি টাকা মূলধন গঠন, ০.০১৮ লক্ষ জন উপকারভোগীদের আয়বর্ধনমূলক ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ প্রদান, ৪১.৮০ কোটি টাকা উপকারভোগীদের ঋণ বিতরণের মাধ্যমে ০.০০৩২৫ লক্ষ জন উপকারভোগীদের কর্মসংস্থান সৃজনের মাধ্যমে স্বাবলম্বী করার কার্যক্রম গ্রহণ হচ্ছে । এছাড়া পর্যাপ্ত ঋণ তহবিল এর ব্যবস্থা করা, সেবামূল্যে নিম্ন হারে নামিয়ে আনা, পর্যাপ্ত প্রশিক্ষণ তহবিল তৈরী করা, সম্প্রসারণমূলক সকল কার্যক্রমে বাস্তবায়ন করা, অতিমাত্রায় ক্ষুদ্র ঋণ নির্ভরতা কমিয়ে আনা, চলমান কার্যক্রম আইসিটি’র মাধ্যমে পরিচালিত হওয়া, আধুনিক ও প্রযুক্তি নির্ভর মনিটরিং ব্যবস্থা চালু করা, তৃণমূল পর্যায়ে সামগ্রিক কার্যক্রম সমন্বিতভাবে বাস্তবায়িত হওয়া, পারফরমেন্স অডিটের মাধ্যমে কার্যক্রম সঠিকভাবে পরিচালিত করা, অর্থনৈতিক কর্মকান্ডে প্রশিক্ষণের মাধ্যমে নারীর শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করা এবং ক্ষুদ্র ও অবকাঠামো উন্নয়ন বৃদ্ধি, শিক্ষা/অপ্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদান, বার্ষিক প্রতিবেদন/একনজরে ত্রৈমাসিক প্রতিবেদন প্রস্তুত করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

২০২৩-২৪ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ:

  • -উপকারভোগীদের মাঝে ২০০ টি গাছের চারা বিতরণ;
  • - ৫ টি পল্লী মানব সংগঠন সৃষ্টি;
  • - ৫ টি প্রাথমিক সমবায় সমিতি সক্রিয়করণ ;
  • - ৬০০ জন উপকারভোগী সদস্যকে প্রশিক্ষণ প্রদান;
  • - পুঁজি গঠন ০.৫১২ কোটি টাকা;
  • - উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণ ১৩.৯০ কোটি টাকা এবংআদায়যোগ্য ঋণের ১৩.৬১ কোটি টাকা আদায় করা হবে।


সেকশন ১
জেলা / সার্কেল অফিসের রূপকল্প (Vision), অভিলক্ষ্য (Mission), কর্মসম্পাদনের ক্ষেত্র এবং কার্যাবলি

১.১ রূপকল্প (Vision)

মানব সংগঠন ভিত্তিক উন্নত পল্লী ।

১.২ অভিলক্ষ্য (Mission)

স্থানীয় জনগোষ্ঠীকে সংগঠিতকরে প্রশিক্ষণ, মূলধন সৃজন, আধুনিক প্রযুক্তি, বিদ্যমান সুযোগ ও সম্পদের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে আত্মনির্ভরশীল সমৃদ্ধ পল্লী।

১.৩ কর্মসম্পাদনের ক্ষেত্র

  • ১.৩.১ জেলা / সার্কেল অফিসের কর্মসম্পাদনের ক্ষেত্র
  • ১. সামাজিক অবস্থার উন্নয়নে পল্লীর দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক সেবাভুক্তি;
  • ২. মানব সম্পদ উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ;
  • ৩. পল্লীর দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা উন্নয়ন ও প্রযুক্তির ব্যবহার;
  • ৪. সম্প্রসারণমূলক কার্যক্রম;
  • ১.৩.২ সুশাসন ও সংস্কারমূলক কর্মসম্পাদনের ক্ষেত্র
  • ১. সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রমের বাস্তবায়ন জোরদারকরণ

১.৪ কার্যাবলি (Functions)

  • ১. অনানুষ্ঠানিক মানব সংগঠন সৃষ্টি ও আনুষ্ঠানিক মানব সংগঠন সক্রিয়করণ;
  • ২. উদ্বুদ্ধকরণ, আয়বর্ধনমূলক ও দক্ষতা উন্নয়ন এবং সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ;
  • ৩. উপকারভোগীদের মূলধন সৃষ্টি ও এর ব্যবস্থাপনা;
  • ৪. কৃষি ঋণ, ক্ষুদ্রঋণ বিতরণ ও এর ব্যবস্থাপনা;
  • ৫. বিভিন্ন অংশীজনদের (Stakeholder) মাঝে পল্লী উন্নয়ন কার্যক্রমের সমন্বয় সাধন;
  • ৬. পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন বিষয়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন।


সেকশন ২
বিভিন্ন কার্যক্রমের ফলাফল/প্রভাব (Outcome/Impact)

ফলাফল/প্রভাব কর্মসম্পাদন সূচকসমূহ একক প্রকৃত অর্জন
২০২১-২২
প্রকৃত অর্জন*
২০২২-২৩
লক্ষ্যমাত্রা
২০২৩-২৪
প্রক্ষেপণ নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের
ক্ষেত্রে যৌথভাবে দায়িত্বপ্রাপ্ত
মন্ত্রণালয়/বিভাগ/ সংস্হাসমূহের নাম
উপাত্তসূত্র
২০২৪-২০২৫ ২০২৫-২০২৬
সামাজিক অবস্থার উন্নয়নে পল্লীর দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক সেবাভুক্তি সদস্যভুক্তি (আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক) জন (লক্ষ) ক্রমপুঞ্জিত ০.৪৪০৮৩ ০.৪৫৭১৪ ০.৪৬০৮৯ ০.৪৬৪৬৪ ০.৪৬৮৩৯ বিআরডিবি
পল্লীর দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা উন্নয়ন ও প্রযুক্তির ব্যবহার আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক মোট সদস্যের বিপরীতে আত্মকর্মসংস্থান সৃজনে উপকারভোগীর সংখ্যা জন (লক্ষ) ক্রমপুঞ্জিত ০.২৮৬৫৪ ০.২৮৭২১ ০.২৮৭৯০ ০.২৮৮৫০ ০.২৮৯২০ বিআরডিবি
সামাজিক অবস্থার উন্নয়নে পল্লীর দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক সেবাভুক্তি নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন জন (লক্ষ) ক্রমপুঞ্জিত ০.১৯৯৪৮ ০.২০০৮৮ ০.২০২২৮ ০.২০৩৬৮ ০.২০৫০৮ বিআরডিবি
মানব সম্পদ উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রশিক্ষণ (ক্রমপুঞ্জিত) জন (লক্ষ) ক্রমপুঞ্জিত ০.২৩৩৩৩ ০.২৩৯৩৩ ০.২৪৫৩৩ ০.২৫১৩৩ ০.২৫৭৩৩ বিআরডিবি

*সাময়িক (provisional) তথ্য


সেকশন ৩
কর্মসম্পাদন পরিকল্পনা

কৌশলগত
উদ্দেশ্য    
কৌশলগত উদ্দেশ্যের মান       কার্যক্রম       কর্মসম্পাদন সূচক একক কর্মসম্পাদন সূচকের মান প্রকৃত অর্জন ২০২১-২২ প্রকৃত অর্জন* ২০২২-২৩ লক্ষ্যমাত্রা/নির্ণায়ক ২০২৩-২৪ প্রক্ষেপণ ২০২৪-২০২৫ প্রক্ষেপণ ২০২৫-২০২৬
অসাধারণ অতি উত্তম উত্তম চলতি মান চলতি মানের নিম্নে
১০০% ৯০% ৮০% ৭০% ৬০%
জেলা / সার্কেল অফিসের কৌশলগত উদ্দেশ্যসমুহ
[১] সামাজিক অবস্থার উন্নয়নে পল্লীর দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক সেবাভুক্তি; ২৫ [১.১] সদস্যদের নিজস্ব মূলধন (শেয়ার ও সঞ্চয়) বৃদ্ধি। [১.১.১] জমাকৃত সঞ্চয় টাকা (কোটি) ০.২৫৫ ০.৪৩১৮ ০.৪৪ ০.৪৩৭ ০.৪৩৪ ০.৪৩ ০.২৫ ০.৪৬ ০.৪৮
[১.১.২] ক্রয়কৃত শেয়ার টাকা (কোটি) ০.০৬২৫ ০.০৭১৩ ০.০৭২ ০.০৭১৭ ০.০৭১৪ ০.০৭১ ০.০৫ ০.০৭৩ ০.০৭৪
[১.২] সদস্যদের মাঝে সহজ শর্তে ঋণ বিতরণ। [১.২.১] বিতরণকৃত ঋণ টাকা (কোটি) ১২.৮৩ ১৩.৮৭ ১৩.৯০ ১৩.৮৯ ১৩.৮৮ ১৩.৮৭ ১২.০০ ১৩.৯৩ ১৩.৯৬
[১.২.২] আদায়কৃত ঋণ টাকা (কোটি) ১৩.৩০ ১৩.৫৮৮৬ ১৩.৬১ ১৩.৬০ ১৩.৫৯ ১৩.৫৮ ১২.০০ ১৩.৯৩ ১৩.৯৬
[১.২.৩] ঋণ গ্রহীতা সদস্য (পুরুষ) জন (লক্ষ) ০.০২৫ ০.০৫১২ ০.০৫২ ০.০৫১৬ ০.০৫১৩ ০.০৫ ০.০৩ ০.০৫৩ ০.০৫৪
[১.২.৪] ঋণ গ্রহীতা সদস্য (মহিলা) জন (লক্ষ) ০.০২৮ ০.০৩৩২ ০.০৩৪ ০.০৩২ ০.০৩১ ০.০৩ ০.০২ ০.০৩৫ ০.০৩৬
[১.২.৫] বাৎসরিক ঋণ আদায়ের হার % ৯৭ ৯৭ ১০০ ৯৭ ৯৬ ৯৫ ৭০ ১০০ ১০০
[১.২.৬] খেলাপী ঋণের পরিমাণ (স্থিতি) টাকা (কোটি) ২.৬৯১৭ ২.৩৪৪১ ২.০০ ২.১০ ২.২০ ২.৩৪ ২.৮০ ১.৮০ ১.৬০
[২] মানব সম্পদ উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ; ১৬ [২.১] সমবায় সমিতি ও অনানুষ্ঠানিক দলের সদস্যদের মধ্যে উদ্বুদ্ধকরণ আয়বর্ধনমূলক প্রশিক্ষণ প্রদান [২.১.১] আয়বর্ধন প্রশিক্ষণ গ্রহণকারী উপকারভোগীর সংখ্যা জন (লক্ষ) ০.০০৬৪ ০.০০৪৯ ০.০০৪ ০.০০৪ ০.০০৪ ০.০০৪ ০.০০২ ০.০০৪ ০.০০৪
[২.১.২] উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ গ্রহণকারীর সংখ্যা জন (লক্ষ) ০.০০৬২১ ০.০০২ ০.০০২ ০.০০২ ০.০০২ ০.০০২ ০.০০১ ০.০০২ ০.০০২
[২.১.৩] সদস্যদের আত্মকর্মসংস্থান সৃজন জন (লক্ষ) ০.০০১৫৪ ০.০০০১১ ০.০০০১৫ ০.০০০১৩ ০.০০০১২ ০.০০০১১ ০.০০০১০ ০.০০০২০ ০.০০০২৫
[২.২] কর্মকর্তা/ কর্মচারীগণের সক্ষমতা উন্নয়নে সমসাময়িক বিষয় নিয়ে লার্নিং সেশন [২.২.১] কর্মকর্তা/ কর্মচারীগণের সক্ষমতা উন্নয়নে সমসাময়িক বিষয় নিয়ে লার্নিং সেশন সংখ্যা (টি) ১২
[২.৩] সভা [২.৩.১] সমন্বয় সভা সংখ্যা (টি) ১২ ১২ ১২ ১১ ১০ ১২ ১২
[৩] পল্লীর দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা উন্নয়ন ও প্রযুক্তির ব্যবহার; ১৫ [৩.১] সমবায় সমিতি এবং অনানুষ্ঠানিক দলের মাধ্যমে জনগণকে সংগঠিত করা [৩.১.১] সমবায় সমিতি সক্রিয়করণ সংখ্যা (টি) ২০
[৩.১.২] গঠিত অনানুষ্ঠানিক দল সংখ্যা (টি) ১১
[৩.২] সংগঠিত সমবায় সমিতি অডিট [৩.২.১] অডিটকৃত প্রাথমিক সমবায় সমিতি সংখ্যা (টি) ৭২০ ৮০৫ ৮০৫ ৮০৫ ৮০৫ ৮০৫ ৭০০ ৮১০ ৮১৫
[৩.২.২] কার্য্কর সমবায় সমিতির অডিট সম্পাদনের হার % ১০০ ১০০ ১০০ ১০০ ১০০ ১০০ ৭০ ১০০ ১০০
[৩.২.৩] ক্ষুদ্রউদ্যোক্তা (এসএমই) ঋণ বিতরণ টাকা (কোটি) ১.২৩৮০ ৬.০০৫ ৭.০০ ৬.৮০ ৬.৫০ ৬.০০ ৩.০০ ৫.০০ ৬.০০
[৩.২.৪] ক্ষুদ্রউদ্যোক্তা (এসএমই) সদস্য জন (লক্ষ) ০.০০৬ ০.০১৩৭২ ০.০১৩ ০.০১২ ০.০১১ ০.০১০ ০.০০৫ ০.০১০ ০.১২
[৪] সম্প্রসারণমূলক কার্যক্রম; ১৪ [৪.১] তদারকী কার্যক্রম পরিদর্শন [৪.১.১] সমবায়ীদের গাছের চারা বিতরণ সংখ্যা ৪৪৪ ৬৫৬ ২০০ ২০০ ২০০ ২০০ ১০০ ২০০ ২০০
[৪.১.২] প্রাথমিক সমিতি/দল পরিদর্শন সংখ্যা (টি) ৮২৯ ৭৯৯ ৮০৫ ৮০৫ ৮০৫ ৮০৫ ৫০০ ৮১০ ৮১৫
[৪.২] আয়বর্ধনমূলক কর্মকান্ডে অংশগ্রহণ [৪.২.১] আয়বর্ধন কর্মকান্ডে নিয়োজিত মহিলা জন (লক্ষ) ০.০২৮ ০.০৩৩২ ০.০৩৩৪ ০.০৩২ ০.০৩১ ০.০৩১ ০.০২ ০.০৩৫ ০.০৩৬
[৪.২.২] আয়বর্ধন কর্মকান্ডে নিয়োজিত পুরুষ জন (লক্ষ) ০.০২৫ ০.০৫১২ ০.০৫২ ০.০৫০৬ ০.০৫০৩ ০.০৫ ০.০৩ ০.০৫৩ ০.০৫৪
[৪.২.৩] জীবিকায়ন শিল্প পল্লী সংখ্যা (টি)


কৌশলগত
উদ্দেশ্য    
কৌশলগত উদ্দেশ্যের মান       কার্যক্রম       কর্মসম্পাদন সূচক একক কর্মসম্পাদন সূচকের মান প্রকৃত অর্জন ২০২১-২২ প্রকৃত অর্জন* ২০২২-২৩ লক্ষ্যমাত্রা/নির্ণায়ক ২০২৩-২৪ প্রক্ষেপণ ২০২৪-২০২৫ প্রক্ষেপণ ২০২৫-২০২৬
অসাধারণ অতি উত্তম উত্তম চলতি মান চলতি মানের নিম্নে
১০০% ৯০% ৮০% ৭০% ৬০%
আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যসমুহ
[১] সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রমের বাস্তবায়ন জোরদারকরণ ৩০ [১.১] শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়ন [১.১.১] শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়িত প্রাপ্ত নম্বর ১০








[১.২] ই-গভর্ন্যান্স/ উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন [১.২.১] ই-গভর্ন্যান্স/ উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়িত প্রাপ্ত নম্বর ১০








[১.৩] অভিযোগ প্রতিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন [১.৩.১] অভিযোগ প্রতিকার কর্মপরিকল্পনা বাস্তবায়িত প্রাপ্ত নম্বর








[১.৪] সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা বাস্তবায়ন [১.৪.১] সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা বাস্তবায়িত প্রাপ্ত নম্বর








[১.৫] তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন [১.৫.১] তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়িত প্রাপ্ত নম্বর








*সাময়িক (provisional) তথ্য


সংযোজনী-১

সংযোজনী-১

ক্রমিক নম্বর শব্দসংক্ষেপ
(Acronyms)
বিবরণ
আইজিএ ইনকাম জেনারেটিং এ্যাকটিভিটিজ
এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট
এনআইএস ন্যাশনাল ইনটিগরিটি স্ট্রাট্রিজি
এসআইপি (SIP) Small Improvement Project
জিআরএস গ্রেভেন্স রেড্রেস সিস্টেম
ডিপিপি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপজাল
বিআরডিবি বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড


সংযোজনী ২: কর্মসম্পাদন ব্যবস্থাপনা ও প্রমাণক

কার্যক্রম কর্মসম্পাদন সূচকসমূহ বাস্তবায়নকারী অনুবিভাগ, অধিশাখা, শাখা লক্ষ্যমাত্রা অর্জনের প্রমাণক
[১.১] সদস্যদের নিজস্ব মূলধন (শেয়ার ও সঞ্চয়) বৃদ্ধি। [১.১.১] জমাকৃত সঞ্চয় বিআরডিবি'র সকল প্রকল্প/কর্মসূচি সঞ্চয় জমার ভাউচার
[১.১.২] ক্রয়কৃত শেয়ার বিআরডিবি'র সকল প্রকল্প/কর্মসূচি শেয়ার জমার ভাউচার
[১.২] সদস্যদের মাঝে সহজ শর্তে ঋণ বিতরণ। [১.২.১] বিতরণকৃত ঋণ বিআরডিবি'র সকল প্রকল্প/কর্মসূচি সমিতি/ দলের (Disbursement) ঋণ বিতরণ এর কপি
[১.২.২] আদায়কৃত ঋণ বিআরডিবি'র সকল প্রকল্প/কর্মসূচি আদায়কৃত ঋণের জমার ভাউচারের কপি
[১.২.৩] ঋণ গ্রহীতা সদস্য (পুরুষ) বিআরডিবি'র সকল প্রকল্প/কর্মসূচি সমিতি/ দলের (Disbursement) ঋণ বিতরণ এর কপি
[১.২.৪] ঋণ গ্রহীতা সদস্য (মহিলা) বিআরডিবি'র সকল প্রকল্প/কর্মসূচি সমিতি/ দলের (Disbursement) ঋণ বিতরণ এর কপি
[১.২.৫] বাৎসরিক ঋণ আদায়ের হার বিআরডিবি'র সকল প্রকল্প/কর্মসূচি প্রত্যয়ন পত্র
[১.২.৬] খেলাপী ঋণের পরিমাণ (স্থিতি) বিআরডিবি'র সকল প্রকল্প/কর্মসূচি প্রত্যয়ন পত্র
[২.১] সমবায় সমিতি ও অনানুষ্ঠানিক দলের সদস্যদের মধ্যে উদ্বুদ্ধকরণ আয়বর্ধনমূলক প্রশিক্ষণ প্রদান [২.১.১] আয়বর্ধন প্রশিক্ষণ গ্রহণকারী উপকারভোগীর সংখ্যা বিআরডিবি'র সকল প্রকল্প/কর্মসূচি আয়বর্ধনমূলক প্রশিক্ষণের নোটিশ ও হাজিরা সিট
[২.১.২] উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ গ্রহণকারীর সংখ্যা বিআরডিবি'র সকল প্রকল্প/কর্মসূচি উদ্ধুদ্ধকরণ প্রশিক্ষণের নোটিশ ও হাজিরা সিট
[২.১.৩] সদস্যদের আত্মকর্মসংস্থান সৃজন বিআরডিবি'র সকল প্রকল্প/কর্মসূচি সদস্যদের কর্মসংস্থান সৃজনের তালিকা
[২.২] কর্মকর্তা/ কর্মচারীগণের সক্ষমতা উন্নয়নে সমসাময়িক বিষয় নিয়ে লার্নিং সেশন [২.২.১] কর্মকর্তা/ কর্মচারীগণের সক্ষমতা উন্নয়নে সমসাময়িক বিষয় নিয়ে লার্নিং সেশন বিআরডিবি'র সকল প্রকল্প/কর্মসূচি নোটিশ ও হাজিরা সিট
[২.৩] সভা [২.৩.১] সমন্বয় সভা বিআরডিবি'র সকল প্রকল্প/কর্মসূচি নোটিশ ও হাজিরা সিট
[৩.১] সমবায় সমিতি এবং অনানুষ্ঠানিক দলের মাধ্যমে জনগণকে সংগঠিত করা [৩.১.১] সমবায় সমিতি সক্রিয়করণ বিআরডিবি'র সকল প্রকল্প/কর্মসূচি সমিতি সক্রিয়করণের তালিকা
[৩.১.২] গঠিত অনানুষ্ঠানিক দল বিআরডিবি'র সকল প্রকল্প/কর্মসূচি দল গঠনের তালিকা
[৩.২] সংগঠিত সমবায় সমিতি অডিট [৩.২.১] অডিটকৃত প্রাথমিক সমবায় সমিতি বিআরডিবি'র সকল প্রকল্প/কর্মসূচি অডিটকৃত প্রাথমিক সমবায় সমিতির সংখ্যা ও তালিকা
[৩.২.২] কার্য্কর সমবায় সমিতির অডিট সম্পাদনের হার বিআরডিবি'র সকল প্রকল্প/কর্মসূচি প্রত্যয়ন পত্র
[৩.২.৩] ক্ষুদ্রউদ্যোক্তা (এসএমই) ঋণ বিতরণ বিআরডিবি'র সকল প্রকল্প/কর্মসূচি ঋণ বিতরণ এর কপি
[৩.২.৪] ক্ষুদ্রউদ্যোক্তা (এসএমই) সদস্য বিআরডিবি'র সকল প্রকল্প/কর্মসূচি সদস্যদের তালিকা
[৪.১] তদারকী কার্যক্রম পরিদর্শন [৪.১.১] সমবায়ীদের গাছের চারা বিতরণ বিআরডিবি'র সকল প্রকল্প/কর্মসূচি চারা বিতরণের তালিকা ও ছবি
[৪.১.২] প্রাথমিক সমিতি/দল পরিদর্শন বিআরডিবি'র সকল প্রকল্প/কর্মসূচি সমিতি/দল পরিদর্শনের ভ্রমণ সূচি
[৪.২] আয়বর্ধনমূলক কর্মকান্ডে অংশগ্রহণ [৪.২.১] আয়বর্ধন কর্মকান্ডে নিয়োজিত মহিলা বিআরডিবি'র সকল প্রকল্প/কর্মসূচি আয়বর্ধন কর্মকান্ডে নিয়োজিত মহিলা উপকারভোগীদের তালিকা
[৪.২.২] আয়বর্ধন কর্মকান্ডে নিয়োজিত পুরুষ বিআরডিবি'র সকল প্রকল্প/কর্মসূচি আয়বর্ধন কর্মকান্ডে নিয়োজিত পুরুষ উপকারভোগীদের তালিকা
[৪.২.৩] জীবিকায়ন শিল্প পল্লী বিআরডিবি'র সকল প্রকল্প/কর্মসূচি প্রত্যয়ন ও ছবি


সংযোজনী ৩: অন্য অফিসের সঙ্গে সংশ্লিষ্ট কর্মসম্পাদন সূচকসমূহ

কার্যক্রম কর্মসম্পাদন সূচক যেসকল অফিসের সাথে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট অফিসের সাথে কার্যক্রম সমন্বয়ের কৌশল
সংগঠিত সমবায় সমিতি অডিট অডিটকৃত প্রাথমিক সমবায় সমিতি সমবায় অধিদপ্তর সমবায় সমিতি ব্যবস্থাপনা
সমবায় সমিতি এবং অনানুষ্ঠানিক দলের মাধ্যমে জনগণকে সংগঠিত করা সমবায় সমিতি সক্রিয়করণ সমবায় অধিদপ্তর সমবায় সমিতি ব্যবস্থাপনা